জিপি নিউজঃ হত্যা ও রাষ্ট্রদ্রোহসহ ১১ মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জগঠনের শুনানির জন্য আগামী ১৫ অক্টোবর পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক হাফিজুর রহমান আসামি পক্ষের সময় আবেদন মঞ্জুর করে নতুন এ তারিখ ঠিক করেন। এর আগে এদিন সবগুলো মামলায় খালেদা জিয়ার পক্ষে তিনি অসুস্থতার জন্য দেশের বাইরে থাকায় আইনজীবীরা সময় আবেদন করেন।
আজ মামলাগুলোর মধ্যে ১০টি মামলায় চার্জগঠনের এবং একটি মামলায় চার্জশিট আমলে গ্রহণের শুনানির জন্য জন্য দিন ধার্য ছিল। মামলাগুলোর মধ্যে একটি রাষ্ট্রদ্রোহের, দারুস সালাম থানা ৮টি নাশকতার ও যাত্রাবাড়ী থানার হত্যা ও বিস্ফোরক আইনে একই ঘটনার ২টি মামলা। এর আগে ২০১৬ সালের ৫ এপ্রিল বেগম খালেদা জিয়া এই মামলাটিসহ ৬টি মামলায় আদালতে হাজির হয়ে জামিন গ্রহণ করেন।