জিপি নিউজঃ বান্দরবান সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে পাঁচজন রোহিঙ্গা নিহত ও তিনজন আহত হয়েছেন। রবিবার ও শনিবার রাতে এ সব মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে।
বান্দরবানের ঘুনধুম ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ জানান, রবিবার বান্দরবানের তুমব্রু সীমান্তে কাটাতারের বেড়ার কাছে স্থলমাইন বিস্ফোরণে রোহিঙ্গা নাগরিক আবুল খায়েরের ছেলে মো. হাসান (২৭) গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তার পা উড়ে গেছে।
এ ছাড়া রবিবার দুপুরে বান্দরবানের রেজু আমতলি সীমান্তের মাঝখানে দ্বিতীয় মাইন বিস্ফোরণে সলিমুল্লাহ (২৮) নামে এক রোহিঙ্গা নিহত ও নুরুল আমিন নামে অপর একজন আহত হন।
এর আগে শনিবার রাত ১২টার দিকে রেজু সীমান্তের ৩৯ নম্বর পিলারের কাছে মাইন বিস্ফোরণে তিন রোহিঙ্গা নিহত ও দুইজন আহত হন। আহতদের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন মারা যান। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে বিজিবির কক্সবাজার রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল আনিসুর রহমান বলেন, সীমান্তে মাইন বিস্ফোরণের তথ্য আমরা পাচ্ছি। কিন্তু কাটাতারের বেড়ার কাছে এ সব ঘটনা হওয়ায় বিস্তারিত জানা সম্ভব হচ্ছে না।