জিপি নিউজঃ জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)’র সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, শীঘ্রই তৃতীয় শক্তির রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ঘটবে। এ জোট গঠনের কাজ এগিয়ে নিচ্ছি।
শুক্রবার জেএসডির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন। এসময় আবদুর রব আরো বলেন, দেশে বর্তমানে গণতন্ত্র, রাজনৈতিক কর্মকান্ডের অধিকার, মৌলিক মানবাধিকার যেভাবে ধ্বংস করা হয়েছে। একইভাবে নির্বাচন প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করা হয়েছে। সরকারের পেটুয়া বাহিনী হত্যা, খুন, ধর্ষণ ও দখলবাজি চালিয়ে যাচ্ছে। এতে সরকার জনগণের আস্থা হারিয়ে ফেলেছে।
তিনি বলেন, ষোড়শ সংশোধনী নিয়ে বিচার বিভাগের রায় গণতন্ত্র, নির্বাচন ও সংসদ প্রশ্নে আমুল সংস্কারের যৌক্তিকতা প্রমাণ করেছে। সভায় আরো উপস্থিত ছিলেন জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, এম এ গোফরান, আতাউল করিম ফারুক প্রমুখ।