জিপি নিউজঃ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রয়েছে ।
বুধবার জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্যমন্ত্রী একথা বলেন।
পেঁয়াজসহ বিভিন্ন পণ্যের দাম বাড়ার বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘জিনিসটা আমি নিজে দেখব। আপনারা জিনিসপত্রের দামের যে কথা বলছেন, আসলে জিনিসপত্রের দাম কিন্তু বাড়েনি। ঈদের সময় যা ছিল তা থেকে কমেছে। বৃষ্টি ও বন্যার কারণে কমা থেকে দু’একটি পণ্যের দাম হয়তো বাড়তে পারে। পেঁয়াজের দামের কথা বললেন, আমার এটা মনে হয় না (বেড়েছে)। বাজার স্থিতিশীল। এত কিছুর পরও রমজান মাসে আমাদের বাজার স্থিতিশীল ছিল।’
এদিকে ঈদুল আজহার আগে মসলাসহ বিভিন্ন পণ্যের দাম বেড়ে যায়- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এবার বাড়ার কোনো সম্ভাবনা নেই। ভোজ্যতেল থেকে শুরু করে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের কোনটারই দাম বাড়বে বলে মনে হয় না।’
মন্ত্রী আরও বলেন, ‘ব্যবসায়ীরা আমাদের কথা দিয়েছে রোজার মাসে আর শুধু কোরবানি ঈদের সময়ই নয়, সারাবছরই জিনিসপত্রের দাম সাধারণ থাকবে।’
এসময় বাণিজ্যসচিব শুভাশীষ বসু বলেন, ‘পণ্যের দাম বাড়ার বিষয়টি খুবই সাময়িক। পরিবহনের সমস্যা রয়েছে। বৃষ্টি হয়েছে, ট্রাক হয়তো আসতে পারছে না। এজন্য এমন হয়েছে।’