জিপি নিউজঃ গোপালগঞ্জের মুকসুদপুরে বাসচাপায় বীর মুক্তিযোদ্ধা অদু মোল্লা (৬৫) নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৭টায় ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার চণ্ডিবর্দী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মুক্তিযোদ্ধা অদু মোল্লার বাড়ি মুকসুদপুর উপজেলার দক্ষিণ চণ্ডিবর্দী গ্রামে।
মুকসদুপুর থানার ওসি আজিজুর রহমান জানান, সকালে বাড়ির পাশে সড়কে দাঁড়িয়ে ছিলেন অদু মোল্লা। দ্রুতগামী একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এসময় আরো দুই পথচারী আহত হন।
তিনি আরো জানান, নিহত মুক্তিযোদ্ধার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কোন বাসের চাপায় তিনি নিহত হয়েছেন তা এখনও নিশ্চত হওয়া যায়নি।