জিপি নিউজঃ ভারত সরকার প্রখ্যাত ইসলামপ্রচারক জাকির নায়েকের পাসপোর্ট বাতিল করেছে। এনআইএ-র আর্জির ভিত্তিতে এ সিদ্ধান্ত নিয়েছে বলে ভারতীয় সংবাদপত্রে বলা হয়।
জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র কর্মকর্তারা জানিয়েছেন, গত ১৩ জুলাইয়ের মধ্যে নায়েককে ব্যক্তিগত হাজিরার জন্য নোটিশ দেয়া হয়েছিল। ওই নোটিশের জবাব না দেয়ায় নায়েকের পাসপোর্ট খারিজ করে দিয়েছে মুম্বইয়ের আঞ্চলিক পাসপোর্ট দফতর।
জাকির নায়েকের কাছে পাঠানো নোটিশে এনআইএ বলেছিল, তার বিরুদ্ধে বিভিন্ন মামলায় তদন্ত চলছে। এই অবস্থায় কেন তার পাসপোর্ট বাতিল হবে না, তার কারণ দর্শাতে বলা হয়েছিল ৫১ বছরের ইসলামপ্রচারককে।
উল্লেখ্য, গত বছরের জানুয়ারিতে জাকির নায়েকের পাসপোর্ট পুনর্নবীকরণ করা হয়। বৈধতা ছিল ১০ বছর। নায়েকের বিরুদ্ধে সন্ত্রাস ও আর্থিক তছরুপের অভিযোগের তদন্ত করছে এনআইএ।