জিপি নিউজঃ মেহেরপুর জেলায় রোপা আমন চাষীরা জমিতে ধান লাগানোর কাজে মহাব্যস্ত সময় পার করছেন। জেলা জুড়ে মাঠের পর মাঠ রোপা আমন ধান চাষের ধুম পড়ে গেছে। কৃষক-কিষাণীদের যেন নাওয়া-খাওয়ার সময় নেই।
কয়েকদিনের বৃষ্টির পানিতে আমনের জমি তৈরি, বীজতলা থেকে চারা তুলে তা জমিতে লাগানো কাজে তারা ফুসরত পাচ্ছেন না। বৃষ্টির পানিতে এই ধান ভাল হয় বলে রোপা আমন ধান চাষে খরচও কম লাগে।
মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় ২৫ হাজার ৬৪ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর জন্য বীজতলা তৈরি করা হয়েছিল ২ হাজার ১শ’ হেক্টর জমিতে।
শ্রাবণ মাসের শেষের বৃষ্টিতে কৃষক নতুন উদ্যোমে আমন চাষে মাঠে নেমেছে। এতে করে এবার জেলায় রোপা আমন চাষ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে বলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রে জানা গেছে। -বাসস
মেহেরপুরে রোপা আমন ধান চাষে কৃষকদের ব্যস্ততা
Facebook Comments