জিপি নিউজঃ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম জাতীয় সংসদে এমিকাস কিউরি ড. কামাল হোসেনের সমালোচনা করে বলেন, ‘উনি নাকি ডক্টর। কোথাকার ডক্টর তা আমার জানা নেই। উনি কি মুরগির ডাক্তার, নাকি ছাগলের, নাকি ভেড়ার ডাক্তার। উনি একটা প্রেসক্রিপশন দিয়ে দিয়েছেন।’ ড. কামাল ও ব্যারিস্টার আমিরুল ইসলামের সমালোচনা করে তিনি বলেন, ‘তারা কতবড় মুনাফিক না, সুবিধাভোগী লোক। তারা সংবিধানের সঙ্গে সংঘর্ষ লাগাতে চায় যাতে সুবিধা ভোগ করতে পারেন।
সংবিধানের ষোড়শ সংশোধনীকে অবৈধ ও বাতিল ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় সর্বোচ্চ আদালত বহাল রাখায় এর কঠোর সমালোচনা করে তিনি।
বিচারপতিদের উদ্দেশ্যে বলেছেন, বিচারপতিরা পাকিস্তানের চিন্তা-চেতনা বাংলাদেশে আমদানি করতে চান বলেও অভিযোগ করেন সেলিম। সেটা বাংলাদেশের মানুষ আর কোনোদিন কবুল করবে না বলেও মন্তব্য করেন তিনি।
বিচারপতি অপসারণ ইস্যু নিয়ে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে এ ব্যাপারে প্রধানমন্ত্রীকে কঠোর হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের এই শীর্ষ নেতা।