জিপি নিউজঃ সকল দলের অংশগ্রহণে আগামী জাতীয় নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আগামী নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণপূর্ণ। আমি সবাইকে নির্বাচনে অংশ নিতে আহ্বান জানাই।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওভারব্রিজ উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগে সদস্য সংগ্রহ অভিযান চলছে, কোনো জামায়াত-শিবির নেতাকর্মী যেন দলে প্রবেশ করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
সড়ক পরিবহন মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের নেতৃত্বে ঢাকা ময়মনসিংহ ফোরলেনের কাজ সম্পন্ন হয়েছে। সেনাবাহিনীর মাধ্যমে ১, ২ প্যাকেজের কাজ সুষ্ঠভাবে সম্পন্ন হওয়ায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানান ওবায়দুল কাদের। ফুট ওভারব্রিজটি সঠিকভাবে ব্যবহার করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।
এক কোটি ১০ লাখ টাকা ব্যয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন-এর অধীনস্থ ১৭ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন দেড় বছর সময়ে এই ওভারব্রিজের কাজ সম্পন্ন করে।
এসময় ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, আনোয়ারুল আবেদিন তুহিন এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।