জিপি নিউজঃ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে নিরাপত্তার অজুহাত দেখিয়ে বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আসতে না দেয়ায় জাতীয় প্রেসক্লাব কর্তৃপক্ষের প্রতি প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিক নেতারা। এঘটনার প্রতিশোধ নেয়ারও হুমকি দেন তারা।
খালেদা জিয়াকে জাতীয় প্রেসক্লাবে আসতে বাধা দেয়ার প্রতিবাদে বুধবার বিকালে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সাংবাদিক নেতারা এ ক্ষোভ প্রকাশ করেন।
সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সাংবাদিকদের ইফতারে আসতে না দিয়ে প্রেসক্লাব কর্তৃপক্ষ গণতান্ত্রিক মর্যাদাকে ভুলন্ঠিত করেছে। তিনি সাবেক তিন বারের প্রধানমন্ত্রী। তিনি প্রেসক্লাবের জমি দিয়েছেন। সেই দেশনেত্রীকে সাংবাদিকদের ইফতারে আসতে না দিয়ে প্রেসক্লাব কর্তৃপক্ষ গণতান্ত্রিক মর্যাদাকে ভুলন্ঠিত করেছে। এর পরিণাম ভাল হবে না। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আব্দুল হাই শিকদার ক্ষোভ প্রকাশ করে বলেন, জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনেক অবদান আছে। তাকে আজ এই প্রেস ক্লাবে আসতে দেয়া হয়নি। এটা আমরা কখনো ভুলতে পারবো না। এর প্রতিশোধ নেয়া হবে। ভবিষ্যতে আমরা এটার প্রতিশোধ নেবো।
এসময় সকল বক্তাই তাদের বক্তৃতায় খালেদা জিয়াকে প্রেস ক্লাবে আসতে না দেয়ার তীব্র প্রতিবাদ জানান ও ক্ষোভ প্রকাশ করেন।
বিএফইউজে’র সভাপতি শওকত মাহমুদের সভাপতিত্বে সাংবাদিক সমাবেশে আরো বক্তব্য রাখেন- সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমীন গাজী, বিএফইউজে’র মহাসচিব এম আবদুল্লাহ, সাবেক মহাসচিব এম এ আজিজ, ডিইউজে’র সভাপতি কবি আবদুল হাই সিকদার, সাবেক সভাপতি আব্দুস সহিদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাবেক সাধারণ সম্পাদক মুনসী আব্দুল মান্নান ও বাকের হুসাইন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক মোরছালিন নোমানী, প্রেসক্লাবের বর্তমান যুগ্ম সম্পাদক ইলিয়াস খান, সাবেক যুগ্ম সম্পাদক কাদের গনি চৌধুরী, বাংলাদেশ ফটো জার্ণালিস্ট এসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন প্রমুখ।
এছাড়া সমাবেশে আরো বক্তব্য রাখেন, সাংবাদিক নেতা মোদাব্বের হোসেন, সৈয়দ আলী আসফার, আবুল কালাম মানিক, খোরশেদ আলম, নূরুল আমীন রোকন, শাহীন হাসনাত, আসাদুজ্জামান আসাদ, খাইরুল বাশার, কায়কোবাদ মিলন ও ফয়েজ উল্লাহ ভুইয়া প্রমুখ।