জিপি নিউজঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধরের অভিযোগে আট ছাত্রলীগের নেতা-কর্মীকে বিজয় একাত্তর হল থেকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার সন্ধ্যায় হল প্রাধ্যক্ষ এ জে এম শফিউল আলম ভূইয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বৃহস্পতিবার রাতে নৃ-বিজ্ঞান বিভাগের ছাত্র মো. ইসমাইল আহমেদ মুবিনকে গায়ে ধাক্কা লাগার অভিযোগ এনে ছাত্রলীগের ঢাবি শাখার সহ সভাপতি আরিফুল ইসলাম আরিফের নেতৃত্বে মারধর করা হয়। আহত ইসমাইল এখন বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসা নিচ্ছেন।
বহিষ্কৃতরা হলেন- ছাত্রলীগের ঢাবি শাখার সহ সভাপতি ও ভাষা বিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র আরিফুল ইসলাম আরিফ, একই বিভাগের দ্বিতীয় বর্ষের কাজী তানভীর আহমেদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের সামচিতা ব্রিজ প্রান্ত, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের তৃতীয় বর্ষের রবিউল ইসলাম, আইন বিভাগের তৃতীয় বর্ষের আহসান হাবিব সজীব, ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের আবু ইউনুস এবং মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের ইবনে কায়েস জিয়া।
হলের সিসি টিভির ফুটেজ দেখে মারধরকারীদের চিহ্নিত করা হয়। বহিষ্কৃতদেরকে চূড়ান্তভাবে কেনো বহিষ্কার করা হবে না তার জন্য তিন দিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। এ বিষয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক শফিউল আলম ভূইয়া বলেন, বিজয় একাত্তর হলে দুষ্কৃতিকারীদের কোনো স্থান নেই।