জিপি নিউজঃ এখনও স্কুলের গণ্ডি পেরোতে পারেনি। সবেমাত্র নবম শ্রেণিতে, কিন্তু নিজের দক্ষতা ও মা ঝর্ণা রায়ের উৎসাহে এরই মধ্যে দুই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন পূজা চেরি। ঢাকা ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী পূজা চেরি।
‘তুমি না ওই রাস্তা দিয়ে আসো, আসি না আমি ওখানেই থাকি…’ রিন ওয়াশিং পাউডারের বিজ্ঞাপনের মাধ্যমে বেশ পরিচিতি পান। বিজ্ঞাপনটি এত বেশি প্রচার হতো যে, না দেখে থাকার উপায় ছিলো না। গত ৬ এপ্রিল ‘পোড়ামন-২’ ছবির নায়িকা হিসেবে নাম ঘোষণা করা হয় পূজার। তার বিপরীতে অভিনয় করবেন রোশান। ‘পোড়ামন-২’ এর কাজ শুরু না হতেই আবার নতুন খবর। এবার কলকাতার আদিত্য’র বিপরীতে ‘নূরজাহান’ নামের একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। কলকাতার রাজ চক্রবর্তী প্রডাকশনের সঙ্গে যৌথ প্রযোজনায় থাকছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া। আলোচিত মারাঠি ছবি ‘সাইরাত’-এর রিমেক ‘নূরজাহান’। পরিচালনা করবেন রাজের সহকারী অভিমন্যু মুখোপাধ্যায়।