জিপি নিউজঃ রাজনৈতিক দল হিসেবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছেমাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য। শুক্রবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়।
এ সময় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, আমরা শুরু করেছিলাম সামাজিক সংগঠন হিসেবে। গত পাঁচ বছরের অভিজ্ঞতা থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি রাজনৈতিক দল হিসেবে ঘোষণা করার।
মান্না আরো বলেন, দেশে দল অনেক আছে। আমরা কী আরেকটি নতুন দোকান খুললাম? সমালোচনা আছে, হবে। তবে আমি বলতে চাই, আমরা কাজের মধ্য দিয়ে তা প্রমাণ করব। আশা আছে প্রমাণ করতে পারব।
বৃহস্পতিবার সামাজিক সংগঠন নাগরিক ঐক্যের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। এই উপলক্ষে সংবাদ সম্মেলন করে সংগঠনটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করল।