জিপি নিউজঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দু’টি রকেট লঞ্চার, ৬০টি এম-১৬ রাইফেল, ৪০টি ম্যাগজিন, গ্রেনেড ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে। এসব অস্ত্র মজুদের সঙ্গে জড়িত সন্দেহ পুলিশ তিনজনকে আটক করেছে।
শুক্রবার সকালে জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন এই তথ্য জানান। বৃহস্পতিবার রাতে রূপগঞ্জের পূর্বাচল ৫ নম্বর সেক্টরে অভিযান শুরু হয়। অভিযান এখনো চলছে বলেও জানান তিনি।
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মাহমুদুল ইসলাম জানান, বুধবার রকেট লঞ্চারসহ শরীফ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরিত্যাক্ত অবস্থায় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়।