জিপি নিউজঃ স্টেডিয়ামের সাধারণ দর্শক গ্যালারিতে বসে বাংলাদেশ বনাম ইংল্যান্ড মধ্যকার ম্যাচের খেলা দেখলেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাঃ জোবাইদা রহমান।
লন্ডনের ওভাল স্টেডিয়ামে বাংলাদেশের সাথে ইংল্যান্ডের ক্রিকেট ম্যাচ। দীর্ঘদিন দেশের বাইরে থাকা বিএনপির এই নেতা জাতীয় দলের প্রতি সমর্থন দেখাতে মাঠে স্ত্রী সহ উপস্থিত ছিলেন। স্টেডিয়ামের গ্যালারিতে প্রাণবন্ত ছিলেন তিনি। দীর্ঘদিন পর প্রাণবন্ত সময় কাটান তিনি। বাংলাদেশী দর্শকরা সাধারণ গ্যালারিতে তাকে পেয়ে ছিলেন বেশ আনন্দিত।এসময় তিনি সাধারণ দর্শকদের সাথে কৌশল বিনিময় করেন।