আগামী রোববার সকাল সাড়ে এগারোটায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের এক সভা অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, ২০১৭-’১৮ অর্থবছরের বাজেট পর্যালোচনা ও ঘূর্ণিঝড় পরবর্তী করণীয় বিষয়ে সভায় আলোচনা করা হবে।
এতে জানানো হয়, আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম সংশ্লি¬ষ্ট সকলকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।
সুত্র- বাসস