জিপি নিউজঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ সরকার নির্বাচনের জন্য বাজেট দেয় না। বাজেট দেয় আগামীর প্রজন্মের জন্য। সাধারণ মানুষের কল্যাণের জন্য।
এবারের বাজেটকে জনকল্যাণ বাজেট বলে উল্লেখ করে তিনি বলেন, এই বাজেট আগামী প্রজন্ম বিনির্মাণের বাজেট।
আজ বৃহস্পতিবার বিকেলে মোরায় আক্রান্ত দুর্গত এলাকার পরিদর্শনের জন্য কক্সবাজার বিমানবন্দরে পৌঁছলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।
এসময় তিনি ঘূর্ণিঝড় মোরায় মৃত্যুর ক্ষতি ছাড়া ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি তৈরিসহ সবকিছুই পুষিয়ে দেয়া হবে বলে জানান তিনি।
তিনি বলেন, দুর্গত এলাকার একটি মানুষও না খেয়ে থাকবে না। তাদের আগের অবস্থানে নিয়ে যাওয়ার জন্য সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।
মন্ত্রীর সাথে তার সফর সঙ্গী হয়েছেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামিমসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল।