জিপি নিউজঃ জি সেভেন বৈঠকে যোগ দিতে এসে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প যে ডিজাইনার কোটটি পরেছেন, তাতে সবার মাথা ঘুরে গিয়েছে।
ফ্যাশন ডিজাইনার ডোলস ও গাবানার তৈরি ফুলের কাজ করা থ্রি ডি এই কোটের দাম শুনলে আরও অবাক হবেন ? বাহারি ফুলের কারুকাজ করা জ্যাকেটটির আর্থিক মূল্য সাড়ে ৫১ হাজার মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় প্রায় ৪১ লাখ ২০ হাজার টাকা।
গত শুক্রবার ট্রাম্প সস্ত্রীক ৪৩তম জি-৭ সম্মেলনে অংশ নিতে সিসিলিতে যান। তারই এক ফাঁকে অতিমূল্যের ‘ডোলস অ্যান্ড গাব্বানা’ জ্যাকেটের ঝলক দেখিয়ে আলোটা নিজের দিকে নেন মেলানিয়া।
নয় দিনের বিদেশ সফরে প্রতিটি ইভেন্টের জন্য আলাদা দামি পোশাকের ব্যবস্থা রয়েছে মেলানিয়ার, এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
এদিকে, যুক্তরাষ্ট্রের পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০১৫ সালে একটি মার্কিন পরিবারের বছরে গড় আয় ছিল ৫৫ হাজার ৭৭৫ মার্কিন ডলার। যা ধনকুবের ট্রাম্পের স্ত্রী মেলানিয়ার একদিনের এ বিশেষ পোশাকের চেয়ে মাত্র ৪ হাজার ডলার বেশি।
গত ২০ মে স্ত্রী, মেয়ে ও জামাতাসহ সৌদি আরব সফরের মধ্যে দিয়ে প্রথম বিদেশ সফরে যান ট্রাম্প। কিন্তু স্থানীয় নিয়ম মেনে সৌদি সফরে মাথায় স্কার্ফ না দিয়ে বিতর্ক তৈরি করেন মেলানিয়া ও ট্রাম্প কন্যা ইভানকা। কিন্তু ইসরায়েল সফর শেষে ভ্যাটিকান সফরে গিয়ে পোপের সামনে মাথায় স্কার্ফ দিয়ে সে বিতর্ক আরও উসকে দেন মা-মেয়ে।
এছাড়া সৌদি ও ইসরায়েল সফরের সময় ট্রাম্প স্ত্রীর হাত ধরতে গেলেও তা ফিরিয়ে দিয়ে তুমুল আলোচনার জন্ম দেন মার্কিন ফার্স্টলেডি। ওই ঘটনার ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে পড়ে।