জিপি নিউজঃ আফগানিস্তানের রাজধানী কাবুলে এক ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৮০ জন নিহত হয়েছে।
আহত হয়েছে আর কমপক্ষে সাড়ে তিনশ জন। ঘটনার পর ফরাসী একজন মন্ত্রীকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এএফপি বলছে ফরাসী ও জার্মান দূতাবাস এই বিস্ফোরণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
জানা গেছে, এ বিস্ফোরণে নিহত ও আহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। তবে ওই এলাকার কাছে প্রেসিডেন্সিয়াল প্রাসাদ এবং ব্রিটেনসহ কয়েকটি দেশের দূতাবাস রয়েছে। বিস্ফোরণের ভয়াবহতা এতোই ব্যাপক ছিলো যে বিস্ফোরণ স্থলের ঘড় বাড়ির দরজা জানালা প্রায় একশ মিটার দুরে গিয়ে আঁচড়ে পড়ে।এ বিস্ফোরণের দায় এখনো কোন গ্রুপ স্বীকার করেনি।
স্থানীয় সময় সকাল আটটা ২৫ মিনিটে যখন বিস্ফোরণটি ঘটে তখন রাজধানী কাবুল ছিলো ব্যাপক ব্যস্ত ও কর্মমূখর। ঘটনার খবর পেয়েই নিহত ও আহতদের স্বজনরা ভিড় করতে শুরু করে। পরে এক পর্যায়ে এলাকাটি ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী এবং আহত ও নিহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হচ্ছে। ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যাচ্ছে যে অনেকগুলো গাড়ি পুড়ে কালো হয়ে আছে।
কাবুল পুলিশের একজন মুখপাত্র বাসির মুজাহিদ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন বিস্ফোরণ স্থলের খুব কাছেই জার্মান দূতাবাস।
“তবে এ বিস্ফোরণের লক্ষ্য কি ছিলো তা বোঝা খুবই কঠিন”।
সুত্র- বিবিসি অনলাইন