জিপি নিউজঃ আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ষষ্ঠ ও শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে বাংলাদেশ। বর্তমানে তাদের রেটিং ৯৩। একই রেটিং শ্রীলঙ্কারও। তবে ভগ্নাংশের হিসাবে এগিয়ে থেকে র্যাঙ্কিংয়ে ষষ্ঠস্থানে উঠে এলো মাশরাফির দল। এটাই বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সেরা র্যাঙ্কিং।
আইসিসির সর্বশেষ ওয়ানডে র্যাঙ্কিং :
র্যাঙ্কিং দল রেটিং
১ দক্ষিণ আফ্রিকা ১২২
২ অস্ট্রেলিয়া ১১৮
৩ ভারত ১১৭
৪ নিউজিল্যান্ড ১১৪
৫ ইংল্যান্ড ১১১
৬ বাংলাদেশ ৯৩
৭ শ্রীলঙ্কা ৯৩
৮ পাকিস্তান ৮৮
৯ ওয়েস্ট ইন্ডিজ ৭৯
১০ আফগানিস্তান ৫২
১১ জিম্বাবুয়ে ৪৬
১২ আয়ারল্যান্ড ৪১