জিপি নিউজঃ নারায়ণগঞ্জের আলোচিত শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে ঘুষের মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। পুলিশের দেওয়া অভিযোগপত্রের ভিত্তিতে নারাণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্ত বুধবার সকালে শ্যামলের বিরদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর বিকালে এই শিক্ষক আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে শ্যামলের আইনজীবী সাখাওয়াত হোসেন খান জানান।
শ্যামল কান্তি ভক্ত ঘুষ নেয়ার অভিযোগ অস্বীকার করে আদালতে সাংবাদিকদের বলেন, প্রভাবশালী এক ব্যক্তি তাকে চাপে রাখতে এ ষড়যন্তমূলক মামলা দায়ের করে।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কল্যাণদীতে পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে গত বছরের ১৩ মে তারই স্কুলে ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে শারীরিক নির্যাতন ও কান ধরে উঠ-বস করানোর ঘটনা ঘটে মাননীয় সংসদ সদস্য সেলিম ওসমানের নির্দেশে।
ওই ঘটনায় সারাদেশে তোলপাড় সৃষ্টি হলে সাংসদ সেলিম ওসমান সংবাদ সম্মেলন করে বলেন, শিক্ষককে নয়, নাস্তিককে শাস্তি দেওয়া হয়েছে।
এরপর ২৭ জুলাই ধর্মীয় অনুভূতিতে আঘাত, শিক্ষার্থীকে মারধর ও শিক্ষক মোর্শেদাকে এমপিওভুক্ত করে দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘুষ নেওয়ার অভিযোগে শ্যামল কান্তির বিরুদ্ধে তিনটি মামলার আবেদন নারায়ণগঞ্জের আদালতে জমা পড়ে।