জিপি নিউজঃ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার পরবর্তী তারিখ আগামী ১ জুন ধার্য করেছেন আদালত।
আজ মঙ্গলবার মামলাটিতে খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য ছিল। রাজধানীর বকশিবাজারস্থ কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত অস্থায়ী আদালতের বিচারক মো. আকতারজ্জামান আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করে আদেশ দেন।
এর আগে মামলাটি শুনানির জন্য উত্থাপিত হলে খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী বলেন, আজ বেগম খালেদা জিয়া অসুস্থতার কারণে আদালতে হাজির হতে পারেননি।
খালেদা জিয়ার পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মাসুদ আহমেদ তালুকদার।
আইনজীবীরা বলেন, মামলাটি পুনরায় তদন্ত চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়। হাইকোর্ট আবেদনটি খারিজ করে দেন। হাইকোর্টের দেয়া খারিজ আদেশের বিরদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেছে বেগম খালেদা জিয়া, যা শুনানির অপেক্ষায় রয়েছে জানিয়ে আত্মপক্ষ শুনানি পেছানোর আবেদন করা হয়।
শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির তারিখ ১ জুন ধার্য করেন।
এতিমদের জন্য বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগে জিয়া অরফানেজ মামলাটি দায়ের করে দুদক । ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় এই মামলাটি দায়ের করা হয়। ২০০৯ সালের ৫ আগস্ট দুদক আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।