জিপি নিউজঃ বিগত চার মাসে ১৭৭ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।একের পর এক ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে। বেড়েই চলছে অভিযোগ। অভিযোগ উঠছে, গ্রেফতার হচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত বিচার পাচ্ছে খুবই কম নারী।
সংস্থাটি জানায়, এদের মধ্যে ৭৬ জন নারী ও ৭৭ জন শিশু ধর্ষিত হয়। গণধর্ষণের শিকার হয় ২৪ জন। ধর্ষণের পর হত্যা করা হয় ৫ জনকে।
বিষয়টিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংস্থার চেয়ারম্যান সিগমা হুদা। তিনি বলেন, ধর্ষণের বিচার কার্যে আমাদের দেশে প্রচুর সময় নেয়া হয়। এর মধ্যে ভিকটিমকে নানা হয়রানির শিকার হতে হয়। তাই অনেক ভিকটিম মামলা করতে চান না।
তিনি বলেন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তির বিধান নিশ্চিত করা গেলে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।