জিপি নিউজঃ বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রীমা লাগু আর নেই। বলিউডে মা চরিত্রে অভিনয় করে যে ক’জন বেশি জনপ্রিয় হয়েছেন তিনি তাদের মধ্যে অন্যতম।
বুধবার রাতে বুকে ব্যথা অনুভব করায় তাকে ভর্তি করা হয় মুম্বাইয়ের কোকিলা বেন ধীরুভাই আম্বানি হাসপাতালে। সেখানেই ভোররাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী। তার বয়স হয়েছিল ৫৯ বছর।
রীমা লাগু ভারতীয় চলচিত্রে একটি অতি পরিচিত নাম। বলিউডে বহু সিনেমার পাশাপাশি মারাঠি ছবিতেও কাজ করেছেন রীমা লাগু। তার অসাধারণ অভিনয় দক্ষতা বরাবরই প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে।
১৯৭০ সালে তার অভিনয় ক্যারিয়ারের শুরু। ‘ম্যায়নে প্যার কিয়া’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘হাম সাথ সাথ হ্যায়’, ‘দিল্লাগি’, ‘জিস দেশ মে গঙ্গা রহতা হ্যায়’, ‘বাস্তব’সহ বহু ছবিতে কাজ করেছেন তিনি।
বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও প্রতিভার ছাপ রেখেছেন রীমা লাগু। তার মধ্যে অন্যতম ‘তু তু ম্যায় ম্যায়’, ও ‘শ্রীমান শ্রীমতি’। প্রিয় অভিনেত্রীর মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমেছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া