জিপি নিউজঃ রাজধানী ঢাকার অদূরে কেরানীগঞ্জের আঁটিবাজার এলাকার একটি কমিউনিটি সেন্টার থেকে ২৭ সমকামী যুবককে আটক করেছে র্যাব।
এ সময় ‘ছায়ানীড়’ নামে ওই কমিউনিটি সেন্টারের মালিককেও আটক করা হয়। বৃহস্পতিবার দিনগত রাত ৪টার দিকে তাদের আটক করা হয়।
র্যাব-১০ এর কেরানীগঞ্জ ক্যাম্পের ইনচার্জ মেজর মঞ্জুর মোর্শেদ এসব তথ্য জানিয়ে বলেন, বৃহস্পতিবার রাতে আঁটিবাজারের ছায়ানীড় কমিউনিটি সেন্টারে অভিযান চালিয়ে ২৭ সমকামী যুবক এবং কমিউনিটি সেন্টারের মালিককে আটক করা হয়।
এ সময় আটকদের কাছ থেকে নেশাজাতীয় দ্রব্য, যৌন উত্তেজক সামগ্রী ও কনডম উদ্ধার করা হয়।
র্যাবের এই কর্মকর্তা আরো বলেন, আটক যুবকদের র্যাব-১০ এর কেরানীগঞ্জ ক্যাম্পে এনে জিজ্ঞাসাবাদ করা হলে তারা নিজেদের ‘সমকামী’ বলে দাবি করেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে আজই র্যাবের পক্ষ থেকে ব্রিফিং করা হবে বলেও জানান মেজর মঞ্জুর মোর্শেদ।