জিপি নিউজঃ আরব ইসলামিক আমেরিকান সামিটে যোগ দিতে তিন দিনের সফরে আগামী শনিবার সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আল সাউদের আমন্ত্রণে তিনি এ সফরে যাচ্ছেন।
বৃহস্পতিবার সকালে নিজ দফতরে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি বলেন, আগামী ২১ মে সৌদি আরবের রাজধানী রিয়াদে ওই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে আরব বিশ্ব ও অন্যান্য মুসলিম দেশের রাষ্ট্র এবং সরকারপ্রধান ছাড়াও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যোগ দেবেন। এবারের সম্মেলনের মূল লক্ষ্য, উগ্রবাদ ও সন্ত্রাসবাদ মোকাবিলায় নতুন অংশীদারত্ব প্রতিষ্ঠা, সহনশীলতা ও সহাবস্থানের মূল্যবোধের প্রসার এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করা।
তিনি বলেন, আগামী ২১ মে সৌদি আরবের রাজধানী রিয়াদে ওই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে আরব বিশ্ব ও অন্যান্য মুসলিম দেশের রাষ্ট্র এবং সরকারপ্রধান ছাড়াও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যোগ দেবেন। এবারের সম্মেলনের মূল লক্ষ্য, উগ্রবাদ ও সন্ত্রাসবাদ মোকাবিলায় নতুন অংশীদারত্ব প্রতিষ্ঠা, সহনশীলতা ও সহাবস্থানের মূল্যবোধের প্রসার এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করা।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী এ সম্মেলনে সন্ত্রাসবাদ ও উগ্র জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের সুদৃঢ় অবস্থান এবং সন্ত্রাস দমনে বাংলাদেশের সামগ্রিক সাফল্য তুলে ধরবেন। পাশাপাশি প্রধানমন্ত্রী এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যৌথভাবে করণীয় বিভিন্ন প্রস্তাবও দিতে পারেন বলেও জানান তিনি।
Facebook Comments