বুধবার গভীর রাতে ফতেপুরে হেলাল চৌধুরীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ শামীম আহমেদ জানান, রাতে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা লোকমানকে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় তার আর্তচিৎকারে লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে লোকমান মারা যান। তার মাথা ও শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে লোকমানের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন মো. জাহাঙ্গীর জানান, প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জের ধরে লোকমানকে হত্যা করা হয়েছে ধারণা করা হচ্ছে ।