জিপি নিউজঃ কিমের একটা ঠাণ্ডা গলার নির্দেশ৷ তারপরে মাত্র ৩০ মিনিট সময় লাগবে আমেরিকাকে ধ্বংস করার জন্য৷ উত্তর কোরিয়ার মিসাইলের আঘাতে গুঁড়িয়ে যাবে ওয়াশিংটন ৷ এমনই খবর দিচ্ছে সংবাদ সংস্থা এপি ৷ তাদের দাবি, কিমের পরমাণু হামলার সম্ভাবনায় চিন্তিত আন্তর্জাতিক গোষ্ঠী ৷
রোববার কোরিয়ার পানিসীমার মধ্যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া৷ গবেষকদের দাবি, এটাই নাকি ভয়ঙ্করতম মিসাইল৷ কোথায় কোথায় ওই মিসাইল পৌঁছতে পারে সে নিয়ে হিসেব-নিকেশ কষেছেন অনেকেই। জানা গেছে, এই মিসাইল নাকি পৌঁছে যেতে পারে একেবারে মার্কিন মুলুক পর্যন্ত। সেই সূত্র ধরে কিছু গবেষকের দাবি, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর মাত্র আধঘণ্টা সময় পাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ তারপরই প্রবল ধ্বংসাত্মক রূপ নিয়ে সেই মিসাইল আছড়ে পড়বে মার্কিন মুলুকে৷
আধাঘণ্টায় বিলীন হবে ওয়াশিংটনঃ
মার্কিন রাজধানীর বুকে উত্তর কোরিয়ার এই মিসাইল আছড়ে পড়তে সময় নেবে ৩০-৩৯ মিনিট৷ ফলে চিন্তা বাড়ল আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের৷ কোরীয় উপদ্বীপ ঘিরে রাজনৈতিক সংকটের কালো ছায়া ঘনিয়ে এসেছে ১১ হাজার কিলোমিটার দূরে মার্কিন মুলুকে৷
সানফ্রানসিসকো ধ্বংস হবে ৩০-৩৫ মিনিটঃ
মার্কিন মুলুক ধ্বংস করতে মাত্র আধঘণ্টা সময় নেবেন উত্তর কোরিয়ার সর্বময় শাসক কিম জং উন৷ রবিবার যে মিসাইল পরীক্ষা করেছে পিয়ং ইয়ং তার ক্ষমতা সম্পর্কে রীতিমতো চিন্তিত গবেষকরা৷
গুয়াম :
মার্কিন মুলুকের ছোট্ট দ্বীপরাষ্ট্র৷ প্রশান্ত মহাসাগরের বুকে এই দ্বীপে রয়েছে মার্কিন সেনাঘাঁটি৷ উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র মাত্র ২০ মিনিটেই শেষ করতে পারে সেই দ্বীপ৷
প্রতিরক্ষা বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দেশের বাইরে জাপান ও দক্ষিণ কোরিয়ার মার্কিন সেনা ঘাঁটিকে নিজেদের ক্ষেপণাস্ত্র হামলার পাল্লায় এনে ফেলেছে উত্তর কোরিয়া৷
১০ মিনিটেই নিশ্চিহ্ন হবে জাপানঃ
মাত্র দশ মিনিটে সম্পূর্ণ বিলীন হয়ে যাবে জাপানের রাজধানী টোকিও৷ সর্বাধিক ১১ মিনিট সময় লাগতে পারে৷ এমনই হামলায় প্রস্তুত উত্তর কোরিয়া৷ পরিস্থিতি বুঝে পাল্টা প্রতিরোধে যাচ্ছে জাপান সরকার৷ উত্তর কোরিয়ায় হামলা চালানোর জন্য পাল্টা মিসাইল তৈরি রাখা হয়েছে৷
আর হাতের নাগালে থাকা দক্ষিণ কোরিয়াতে চাইলেই চোখের পলকে প্রবল আঘাত করতে পারেন কিম জং উন৷