জিপি নিউজঃ দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগের প্রেক্ষিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক গাজী শাহজাহান জুয়েল এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সদস্য সচিব কাজী আব্দুল্লাহ আল হাসানকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বুধবার বিএনপির সহ দপ্তর সম্পাদক বেলাল আহমেদ সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য তুলে ধরা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, তারা দু’জনই এখন থেকে দলের কোনো সাংগঠনিক কর্মকান্ডে লিপ্ত থাকতে পারবেন না। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এছাড়া বিএনপি’র সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাহবুবের রহমান শামীমকে তার দায়িত্ব যথাযথভাবে ও সতর্কতার সাথে পালনের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।