জিপি নিউজঃ শেরপুরের সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় চার অটোরিকশাযাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তিনজন।
আজ রোববার সকাল ৯টার দিকে উপজেলার মির্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
সদর থানার ওসি আবদুল আল মামুন জানান, যাত্রী নিয়ে ঝিনাইগাতী থেকে শহরে যাচ্ছিল অটোরিকশাটি। এসময় বিপরীতমুখী একটি ট্রাক ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
এসময় আহত হন অন্তত তিনজন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও দেখুন- [ এমপি পাপুলের কান্ডে বিএনপি দায়ী বললেন হানিফ ]