জিপি নিউজঃ ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনকে জনগণ প্রত্যাখ্যান করে ভোটের প্রতি অনাস্থা জানিয়েছেন বলে মন্তব্য করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। আজ ১ লা মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার সকাল ১১টার দিকে শেরেবাংলানগরস্থ বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
সাবেক এই মন্ত্রী বলেন, ভোটের অধিকার হরন করে জাতীয় ভোটার দিবস পালন করা হাস্যকর । ঢাকা উত্তর সিটি নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল না, প্রার্থীরা কেন্দ্রে কেন্দ্রে ঘুরে ভোটারের দেখা পাননি তারপরও নাকি লাখ লাখ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন তথ্য দিচ্ছে। এ থেকে বোঝা যায় সিটি নির্বাচনে একটা ভোট নাটক মঞ্চস্থ হয়েছে। একাদশ সংসদ নির্বাচনের মত সিটি নির্বাচনেও আগের রাতেই গোপনে ব্যালটবাক্স ভর্তি করা হয়েছে বলেও তিনি মন্তব্য করেন ।
তিনি বলেন, ভোটাররা সিটি নির্বাচনে ভোট বর্জন করেছে । জনগণ যে এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে আর ভোট চায় না সিটি নির্বাচনে ভোট বর্জন করে সেটি প্রমাণ করে দিয়েছে।
বিএনপি’র এই নেতা আরও বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাখ্যান করে আমরা পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছি। আর খুব শিগগির এই সরকারের পতন ঘটিয়ে আমরা নির্বাচনে যাব।
বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, মৎস্যজীবী দলের আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাব ও সদস্যসচিব আবদুর রহিম, যুগ্ম-আহবায়ক নাদিম চৌধুরী, অধ্যক্ষ মো সেলিম মিয়া ও মোঃ জাকির হোসেন খান-সহ দলটির নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।