জিপি নিউজঃ আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।
মন্ত্রী জানান, তবে আবহাওয়া যদি দুর্যোগপূর্ণ বা বিরূপ থাকে, সে ক্ষেত্রে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
রবিবার দুপুরে সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী এসব কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, ঈদের প্রধান জামাতে রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্য, বিচারপতি, ঢাকায় নিযুক্ত বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ দেশের বিশিষ্ট নাগরিকরা অংশ নেবেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ অথবা ২৭ জুন মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।