জিপি নিউজঃ ফিফা বিশ্বকাপের ২১তম আসরের ফাইনালে রবিবার ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে ১৯৯৮ সালের পর দ্বিতীয় বারের মত শিরোপা জিতলো ফরাসিরা। স্বাভাবিক ভাবে এমন দিনে জয়ের উল্লাসে মেতে উঠে গোটা ফ্রান্স। কিন্তু এই উল্লাস কাল হযে দাঁড়ালো দুই ফরাসি সমর্থকের। বিজয় উল্লাস করার সময় অনাকাঙ্ক্ষিতভাবে মারা যান দুই সমর্থক।
ঘটনা দুটি ঘটে দুটি ভিন্ন জায়গায়। একটি ফ্রান্সের রাজধানী প্যারিসে, অপরটি তার পাশের জায়গা সেন্ট-ফেলিক্সে।
ফ্রান্স চ্যাম্পিয়ন হবার পর সবাই উগ্রভাবে জয় উদযাপন কর থাকে। তখনই পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে সমর্থকদের। এতে মারা যান ৫০ বছর বয়সী এক ফরাসি সমর্থক। অপরদিকে সেন্ট-ফেলিক্সে দ্বিতীয় ব্যক্তির মৃত্যু হয় গাছের সঙ্গে ধাক্কা খেয়ে। জয় উদযাপনের পর মদপান করে গাড়ি চালানোর সময় তার গাড়িটি গাছের সঙ্গে ধাক্কা খায়। তারপরেই মারা যান ওই ফরাসি সমর্থক। সূত্র: ডেইলি মিরর