জিপি নিউজঃ হরিণ হত্যা মামলায় বলিউড সুপারস্টার সালমান খানকে জামিন দিয়েছেন ভারতের একটি আদালত।
শনিবার দুপুরের পর যোধপুর আদালতের বিচারক রবীন্দ্র কুমার জোশি তার জামিন মঞ্জুর করেন।
এর আগে সকালে সালমানের হরিণ হত্যা মামলার শুনানি শুরু হয়। এরপর দুপুরের খাবারের পর রায় ঘোষণার কথা বলেছিলেন বিচারক।
দুই দশক আগে কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর গত দুই রাত কারাগারে থাকতে হয়েছে সালমান খানকে।
মামলাটিতে সালমানের পাঁচ বছরের কারাদণ্ড হলেও তার সহঅভিনেতা সাইফ আলী খান, টাবু ও সোনালি বেন্দ্রে বেকসুর খালাস পেয়েছেন।
বৃহস্পতিবার রায় ঘোষণার পর ওই দিন বিকাল থেকে যোধপুর কেন্দ্রীয় কারাগারের ২ নম্বর ওয়ার্ডে রাখা হয় বলিউড ভাইজানকে।