জিপি নিউজঃ ফেনীর ফতেহপুরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিন যাত্রী।
বুধবার ভোররাত সাড়ে ৪টার দিকে ফতেহপুর রেলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সকালে জানিয়েছেন ফেনী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মাহবুবুর রহমান।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
স্টেশন মাস্টার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা তূর্ণা নিশিথা এক্সপ্রেস ট্রেনটি ফতেহপুর এলাকা অতিক্রমের সময় একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এ সময় এ দুর্ঘটনা ঘটে।
‘তবে এ ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।’
আহতদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান মাহবুবুর রহমান।