জিপি নিউজঃ চাকুরী জাতীয়করণের দাবিতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ী ৮ মার্চ ২০১৮ইং বৃহস্পতিবার সকল জেলা সদরে দুপুর ১২ টা থেকে ৪টা পর্যন্ত প্রতীকি অনশন কর্মসূচি পালিত হয়েছে ।
এদিকে, কাজী আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে কুষ্টিয়ায়, এম.এ ছফা চৌধুরীর সভাপতিত্বে চট্টগ্রামে, রাবেয়া আক্তারের সভাপতিত্বে কিশোরগঞ্জে, ইউসুফ আলী’র সভাপতিত্বে নাটোরে, শহীদুল ইসলামের সভাপতিত্বে বগুড়ায়, অধ্যক্ষ শামসুল হকের সভাপতিত্বে জয়পুরহাটে, অধ্যাপক মুঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে দিনাজপুর-সহ দেশের প্রায় সকল জেলায় এই কর্মসূচি পালিত হয়েছে বলে জানা যায় ।
শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, মহাসচিব চৌধুরী মুগীস উদ্দিন মাহমুদ, কো চেয়ারম্যান কাজী আব্দুর রাজ্জাক, প্রিন্সিপাল রেজাউল করিম, মাওলানা মো. দেলোয়ার হোসেন, অতিরিক্ত মহাসচিব মো. জাকির হোসেন, কর্মচারী ফেডারেশনের সভাপতি কামরুজ্জামান মিজান ও মহাসচিব আজিজুল হক রাজা প্রতীকি অনশন কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষক-কর্মচারীদের অভিনন্দন জানান।
নেতৃবৃন্দ আগামী ১৯ মার্চ ২০১৮ইং চাকুরী জাতীয়করণের দাবিতে ঢাকায় মহাসমাবেশে উপস্থিত হওয়ার জন্য দলমত নির্বিশেষে সকল শিক্ষক-কর্মচারীদের আহ্বান জানান।
গিয়াস/ইউএ
Facebook Comments