জিপি নিউজঃ ব্রাহ্মণবাড়িয়া ও বরগুনায় পুলিশ ও র্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন তিন ডাকাত নিহত হয়েছে। সোমবার ভোররাতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও বরগুনার পাথরঘাটা উপজেলায় এ দুটি ঘটনা ঘটে।
বরগুনায় র্যাব-৮-এর সূত্র জানায়, ভোরে পাথরঘাটার বলেশ্বর নদের মাঝেরচরে জলদস্যু ‘হাসান বাহিনীর’ সঙ্গে র্যাবের বন্দুকযুদ্ধ হয়। এতে দুই জলদস্যু নিহত হয়। নিহত দুজনের পরিচয় পাওয়া যায়নি। হাসান বাহিনী সুন্দরবন অঞ্চলে সক্রিয়। ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি র্যাব।
এ ছাড়াও ভোররাতে নবীনগরের পূর্ব কাইততলার হাওরভাঙা সেতুর কাছে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ জাভেদ মিয়া নামের এক ডাকাত নিহত হয়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম শিকদার বলেন, রোববার রাত আটটার দিকে জাভেদ মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে ডাকাত দলের কাছে থেকে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। হাওরভাঙা সেতুর কাছে পৌঁছালে পুলিশের দলের ওপর গুলি চালায় জাভেদ মিয়ার সহযোগী ডাকাতেরা। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের গোলাগুলির মধ্যে জাভেদ মিয়া নিহত হন।
ওসি আসলাম শিকদার বলেন, বন্দুকযুদ্ধের সময় পুলিশের পাঁচ সদস্য আহত হন।