জিপি নিউজঃ ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে গ্রীষ্মমন্ডলীয় ঝড়ের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে শনিবার ১৩৩ জনে দাঁড়িয়েছে। উদ্ধারকর্মীরা একটি নদী থেকে বেশ কয়েকটি লাশ উদ্ধার করেছে। প্রাকৃতিক এই দুর্যোগে পবর্তের পাদদেশের একটি গ্রামে ভূমিধস হয়েছে এবং আরেকটি শহর ল-ভ- হয়ে গেছে।
শুক্রবার থেকে এ দ্বীপরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ মিন্দানাওয়ের তুবোদে গ্রীষ্মমন্ডলীয় ঝড় তেমবিনের কারণে আকস্মিক বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে। খবর এএফপি’র।
উদ্ধারকর্মীরা মিন্দানাওয়ের সালোগ নদী থেকে শনিবার ৩৬টি লাশ উদ্ধার করে।
কর্মকর্তারা জাম্বায়াঙ্গা উপদ্বীপে আরো মানুষ মারা গেছে বলে জানিয়েছেন।
-বাসস-