প্রতিনিধি নিয়োগ চলছে! প্রতিনিধি নিয়োগ চলছে!! বিস্তারিত জানতে : ০১৬৭৬৩৬৯৪১৫
প্রচ্ছদ | জাতীয় | আন্তর্জাতিক | খেলাধুলা | বিনোদন | রাজনীতি | লাইফ স্টাইল | শিক্ষাঙ্গন | অর্থ বানিজ্য | আইন আদালত | আবহাওয়ার নিউজ | ইতিহাস ঐতিহ্য | এক্সক্লুসিভ নিউজ | কৃষি সংবাদ | চাকরির খবর | সারাদেশ | সাহিত্য সংস্কৃতি | স্মৃতিতে অম্লান | জীবন ও দর্শন | বিজ্ঞান প্রযুক্তি

ওয়াশিংটনে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

আপডেট : December, 19, 2017, 7:48 pm

জিপি নিউজঃ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে মহাসড়কে আছড়ে পড়ার ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। মার্কিন বার্তা সংস্থা এপি’র খবরে বলা হয়েছে, নিহতের সংখ্যা কমপক্ষে ছয় জন। এ ঘটনায় আরো ৭৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থাই আশঙ্কাজনক। ওয়াশিংটনের স্থানীয় সময় সোমবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, পোর্টল্যান্ড থেকে সিয়াটলে যাওয়ার পথে ৪৫ মিনিট চলার পর দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি। দুর্ঘটনার আগমুহূর্তে ট্রেনটি ঘণ্টায় ৮০ মাইল (১৩০ কিলোমিটার) গতিতে চলছিল।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ট্রেনের ১৪টি বগির মধ্যে ১৩টি বগিই লাইনচ্যুত হয়ে নিচে থাকা আই-ফাইভ হাইওয়েতে আছড়ে পড়ে। এসময় বগিগুলোর ধাক্কায় কমপক্ষে সাতটি যানবাহন বিধ্বস্ত হয়।

ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, সড়কে ও আশপাশে আহত মানুষদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় শেরিফ কার্যালয়ের একজন মুখপাত্র এড ট্রয়ার জানিয়েছেন, ট্রেন দুর্ঘটনায় ‘বেশ কয়েকজন’ নিহত হয়েছেন। তবে নিহতের সংখ্যা নির্দিষ্ট করে জানাতে পারেননি। তিনি আরও জানান, ট্রেনের বগির ধাক্কায় মহাসড়কের বেশ কয়েকটি গাড়ি বিধ্বস্ত হলেও কোনও পথচারী বা গাড়িতে থাকা কারও মৃত্যু হয়নি। তবে বেশ কয়েকজন আহত হয়েছেন।

আহত ৭৭ জনকে পিয়ার্স ও থার্সটন কাউন্টির বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে টাকোমা’র স্বাস্থ্যসেবা নেটওয়ার্ক সিএইচআই ফ্রান্সিস্ক্যান হেলথ। তারা জানিয়েছে, আহতদের মধ্যে ৪ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এছাড়া, ম্যাডিগ্যান আর্মি মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন ২০ জনের মধ্যে ৯ জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে সেন্টারটি।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ট্রেনটি উচ্চ গতির নতুন রেল লাইন দিয়ে চলছিল। এই নতুন রেল লাইন দিয়ে এটাই ছিল প্রথম ট্রেন চলাচল।

স্থানীয় সংবাদপত্র কিরো৭’কে ওই ট্রেনের এক যাত্রী ক্রিস কার্নেস বলেন, আচমকা আমরা তীব্র এক শব্দ শুনতে পেলাম এবং আমাদের মনে হলো আমরা কোনো পাহাড় বেয়ে নেমে পড়ছি। এরপর আমরা আমাদের সামনের আসনগুলোতে ছিটকে পড়তে লাগলাম। আমরা দেখতে পেলাম, চারপাশের জানালাগুলো ভেঙে পড়ছে। তখন মানুষের আর্তচিৎকারে টিকে থাকা দায়। যাত্রীদের অনেকেই ভাঙা জানালা দিয়ে কিংবা জানালা ভেঙে বের হওয়ার জন্য চেষ্টা করেছেন বলে জানান কার্নেস।

Facebook Comments
Share Button

সম্পাদক- ডাঃ মো: মেহেদী হাসান সূইট, যুগ্ম-সম্পাদক- মোঃ আলিউল হক পলাশ, নির্বাহী সম্পাদক : গিয়াস উদ্দিন আহমেদ, প্রধান প্রতিবেদক- মোঃ জাবের ইবনে হায়াত খান
জিপি নিউজ২৪ ডট কম, ৮৭, পল্টন টাউয়ার, লেবেল-৮, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০ কর্তৃক প্রকাশিত
মোবাইল : ০১৭১৯-৪৭৭১১৩, নিউজ : ০১৭১১-০৫৬৫৭২, ০১৬৭৬৩৬৯৪১৫
Email : gias.gpnews24@gmail.com

Desing & Developed BY ThemesBazar.Com

শিরোনাম :
★★ জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ ★★ প্রধান উপদেষ্টাকে ইউএই প্রেসিডেন্টের অভিনন্দন ও বিনিয়োগের আশ্বাস ★★ প্রধান উপদেষ্টার সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ ★★ এস আলমের সম্পদ কেউ কিনবেন না: গভর্নর ★★ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি বাতিল করে এর অর্থ দেয়া হলো ত্রাণ তহবিলে ★★ জাতীয় প্রেসক্লাবে বৈষম্যবিরোধী সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ ★★ ড. ইউনূসকে অভিনন্দন ও তুরস্ক সফরের আমন্ত্রন জানালেন এরদোয়ান ★★ সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত গ্রেপ্তার ★★ নির্বাচন কমিশনারদের দায়মুক্তি কেন অবৈধ নয় : হাইকোর্ট ★★ আন্তর্জাতিক মঞ্চে রাশিয়া বাংলাদেশের পাশে থাকবে : রাষ্ট্রদূত