জিপি নিউজঃ এ যাবত কালের সবচেয়ে শক্তিশালী আন্ত মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়া বলছে নতুন এই ক্ষেপণাস্ত্র পুরো মার্কিন যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিতে সক্ষম।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে বুধবার মধ্যরাতে এক বিশেষ সম্প্রচারের মাধ্যমে দাবি করা হয় তারা সফলভাবে মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে পেরেছে।
উত্তর কোরিয়া যদিও এর আগে দাবি করেছিল তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মার্কিন যুক্তরাষ্ট্রকে আঘাত করতে পারে।
কিন্তু এই প্রথম বারের মত তারা বলছে নতুন যে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা তারা চালিয়েছে সেটা আরো অত্যাধুনিক প্রযুক্তির সম্মেলন ঘটানো হয়েছে।
এবং এটা দিয়েই পুরো মার্কিন যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দেয়া সম্ভব।
এদিকে এই ক্ষেপণাস্ত্র আসলেই মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছাতে পারবে কীনা সেটা নিয়ে বিশ্লেষণ শুরু হয়ে গেছে ইতিমধ্যে।
মার্কিন যুক্তরাষ্ট্র-ভিত্তিক ইউনিয়ন অব কনসার্ন্ড সায়েন্টিস্ট নামে একটি গ্রুপ বলছে মিসাইলটি ১৩হাজার কিলোমিটার পর্যন্ত যেতে পারবে।
এবং সঠিক নিয়মে উৎক্ষেপণ এবং গতি থাকলে মার্কিন যুক্তরাষ্ট্রের যেকোন অংশে আঘাত করতে পারে।
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর খুব দ্রুত প্রতিক্রিয়া দেখিয়েছে আন্তর্জাতিক মহল।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এক জরুরী বৈঠক ডেকেছে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য।
প্রতিবাদ জানিয়েছে ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নও।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী জেমস ম্যাটিস হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিষয়টি অবহিত করে, সেখানেই গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিষয়টির যথাযথ জবাব দেয়া হবে।
পিয়ং ইয়ং-এর এমন উস্কানিমূলক আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছে জাপান।
সুত্র- বিবিসি