জিপি নিউজ: পিলখানা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স, সাজা বাতিলে আসামিপক্ষের আপিল এবং আসামিদের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের ওপর দ্বিতীয় দিনের মতো রায় পড়া শুরু করেছেন হাইকোর্ট।
সোমবার সকাল ১০টা ৫৩ মিনিটে বিচারপতি মো. শওকত হোসেন, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চ মামলার রায় পড়া শুরু করেন।
রায় পড়ার শুরুতেই পর্যবেক্ষণ উপস্থাপন করছেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার। পর্যবেক্ষণ শেষ হলেই রায়ের মূল অংশ (সাজা) পড়া শুরু করবেন তিন বিচারপতির বিশেষ এই হাইকোর্ট বেঞ্চ।