জিপি নিউজঃ পাকিস্তানে সংঘর্ষে কমপক্ষে ২০০ এর বেশি মানুষ আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে পুলিশসহ প্রতিরক্ষা বাহিনীর প্রায় ৯০ জনের মতো সদস্যও রয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইসলামাবাদ, করাচি, রাওলপিণ্ডি, পেশোয়ারের মতো বড় শহরগুলোতে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে।
এ সংঘর্ষে নেতৃত্ব দিচ্ছে তেহরিক-ই-লাব্বাইক। তারা দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলীর বাড়িতেও আক্রমণ চালিয়েছে। মূল গেটে ভেঙে ফেলে ভেতরে ঢুকে তারা আগুন লাগিয়ে দেয়।
এ সংঘর্ষের পেছনে পার্শ্ববর্তী দেশ ভারতের মদদ আছে বলে দাবি করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এহসান ইকবাল। সূত্র : জিও টিভি