জিপি নিউজঃ চ্যাম্পিয়ন্স লীগে চেনা ছন্দে থাকলেও লা লীগায় এবার নিজেকে হারিয়ে খুঁজছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। লীগে প্রায় এক মাসের গোলখরা কাটিয়ে সেই রোনাল্ডোই কাল মান বাঁচালেন রিয়াল মাদ্রিদের।
শনিবার স্প্যানিশ লীগে অবনমন অঞ্চলে থাকা মালাগার বিপক্ষে শুরুতে এগিয়ে যাওয়া রিয়াল মাদ্রিদ মাঝপথে দুই গোল খেয়ে আবারো পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে যায়। তবে শেষ দিকে রোনাল্ডোর গোলে পুরো তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে মালাগাকে ৩-২ গোলে হারিয়েছে রিয়াল। এই জয়ে এক ম্যাচ কম খেলা বার্সেলোনার সঙ্গে ব্যবধান সাত পয়েন্টে নামিয়ে আনল জিনেদিন জিদানের দল।
চার দিন আগে চ্যাম্পিয়ন্স লীগে অ্যাপোয়েলের বিপক্ষে গোল উৎসব করা রিয়াল মালাগার বিপক্ষেও শুরুতেই এগিয়ে যায়। নয় মিনিটে রোনাল্ডোর হেড ক্রসবারে প্রতিহত হলে ফিরতি বলে হেডেই লক্ষ্যভেদ করেন বেনজেমা।
১৮ মিনিটে রোলান ম্যাচে সমতা ফেরানোর পর ২১ মিনিটে কাসিমিরোর গোলে ফের এগিয়ে যায় রিয়াল। ৫৮ মিনিটে গনজালো কাস্ত্রোর গোলে আবারও ঘুরে দাঁড়ায় মালাগা।
এবার রিয়ালের ত্রাতার ভূমিকায় এগিয়ে আসেন রোনাল্ডো। ৭৬ মিনিটে পেনাল্টি পায় রিয়াল। রোনাল্ডোর স্পটকিক ঝাঁপিয়ে ঠেকিয়ে দিয়েছিলেন মালাগা গোলকিপার রবার্তো। তবে ফিরতি বলে বাঁ-পায়ের শটে লীগে নয় ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি আদায় করে নেন রোনাল্ডো। ওই গোলেই শেষ হাসি হাসে রিয়াল। ওয়েবসাইট।