জিপি নিউজঃ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলাকারীদের জনগণের আদালতে বিচার হবে বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বেগম খালেদা জিয়ার গাড়ীবহরে হামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে রুহুল কবির রিজভী এই মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, কক্সবাজার যাওয়ার পথে অসংখ্য মানুষের ঢল দেখে বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করেছে আওয়ামী লীগ।
হামলাকারীরা চিহ্নিত দাবি করে রিজভী বলেন, জনদৃষ্টি ভিন্ন দিকে নিয়ে যেতে অপপ্রচার চালাচ্ছে ক্ষমতাসীন দল। তবে এসবের জবাব দিতে হবে।
গাড়ি ভাঙার জবাব দিতে হবে, মানুষকে রক্তাক্ত করার জবাব দিতে হবে। একজন জনপ্রিয় নেত্রীর গাড়িবহরে হামলার প্রতিটি ঘটনার জনগণের আদালতে আপনাদের জবাব দিতে হবে। আর এই জবাবের জন্য প্রস্তুত হন। তখন যখন জবাব দেবেন, আপনাদের র্যাব থাকবে না, আপনাদের পুলিশ থাকবে না, আপনাদের আইনশৃঙ্খলা বাহিনী থাকবে না, বলেন রিজভী।
চালসহ নিত্যপণ্যের দামে স্মরণকালের দুর্যোগ চলছে মন্তব্য করে রিজভী বলেন, মানুষ বতর্মান দুঃশাসনের পরিবর্তন চায়।