জিপি নিউজঃ নরসিংদীতে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রাখা বাড়ির ভেতর থেকে পাঁচ যুবক বাইরে বেরিয়ে এসে আত্মসমর্পণ করেছে। আত্নসমর্পনের পর বেলা পৌনে ১১টার দিকে পাঁচজনকে ওই বাড়ি থেকে বের করে আনে র্যাব। পরে তাদের নিয়ে যাওয়া হয় র্যাব-১১ কার্যালয়ে।
তাদের বয়স ১৫ থেকে ২২ বছরের মধ্যে। এখন বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছেন।
এর আগে শনিবার সন্ধ্যার দিকে নরসিংদীর গাবতলীর চিনিসপুর ইউনিয়নের উত্তর গাবতলী গোরস্থানের উত্তর পাশের একতলা ওই বাড়ি ঘেরাও করার পর ভেতরে পাঁচ থেকে ছয়জন থাকার কথা জানিয়েছিল র্যাব।
রোববার সকাল সোয়া ৯টার দিকে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান সাংবাদিকদের বলেন, ভেতরে অবস্থানকারীদের সঙ্গে তাদের কথা হয়েছে এবং তারা আত্মসমর্পণে প্রস্তুত বলে জানিয়েছে।