জিপি নিউজঃ বেসরকারী শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতিয়করনের দাবীতে গত ২৭/০৮/১৭ ইং তারিখে ফরিদপুর আম্বিকা হলে শিক্ষক কর্মচারী ঐক্যজোট ফরিদপুর জেলার ত্রিবার্ষিক সম্মেলনে পুলিশের বাধা দেওয়ার প্রতিবাদে আজ সকাল ১১ টায় শিক্ষক কর্মচারী ঐক্যজোটের অস্থায়ী কার্যালয় রাজধানীর পল্টনে স্কাউট মার্কেট ভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ।
সংবাদ সম্মেলনে সংগঠনের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ সেলিম ভুইয়া বলেন, ফরিদপুরে আম্বিকা হলে শিক্ষকদের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে পুলিশের নিকট যথানিয়মে অনুমতি চাওয়া হয় কিন্তু পুলিশ আমাদের অনুমতি না দিয়ে শিক্ষকদের আম্বিকা হলে প্রবেশ করতে দেয়নি । সকাল ৯টা থেকে
শিক্ষকরা আম্বিকা হলের কাছে জড়ো হতে থাকলে পুলিশ তাদেরকে নানা রকম ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দিলে শিক্ষকরা স্থানীয় প্রেসক্লাবে জড়ো হয়ে সংবাদ সম্মেলন করেন । সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা সভাপতি অধ্যক্ষ মোঃ সেলিম মিয়া । সেসময় উপস্থিত প্রায় সহস্রাধিক শিক্ষকদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গেলে পুলিশ তাকে বক্তব্য প্রদান করতে দেয়নি এজন্য তিনি তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন ।
অধ্যক্ষ সেলিম ভুইয়া আরও বলেন, যে সরকার শিক্ষকদের কথা বলার অধিকার কেড়ে নেয় সেই সরকারের কাছ থেকে আমরা মর্যাদা আশা করতে পারি না । ফরিদপুরে পুলিশি বাঁধায় সমাবেশ করতে না পারায় সারা দেশে শিক্ষক সমাজ ব্যাপকভাবে ক্ষুদ্ধ । সারা দেশে শিক্ষকরা আজ নির্যাতনের স্বীকার , কথায় কথায় শিক্ষকদের চাকুরীচ্যুত করা হচ্ছে , শিক্ষকদের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে এই অবস্থাগুলি আমরা সরকারকে বহুভাবে জানালেও তার কোন প্রতিকার শিক্ষক সমাজ পাচ্ছে না । বিভিন্ন ক্ষেত্রে শিক্ষকরা রাজনৈতিক হয়রানির স্বীকার হয়ে চাকুরী হারিয়ে পথে পথে ঘুরছেন। শিক্ষকদের চাকুরীর নিরাপত্তা নেই বলেই আজ শিক্ষার বেহাল অবস্থা বলে তিনি উল্লেখ করেন ।
তিনি বলেন, রাজনীতির গুনগত পরিবর্তন করতে হলে মহান জাতীয় সংসদে শিক্ষকদের জন্য আসন সংরক্ষিত থাকতে হবে । বর্তমানে রাজনৈতিক দলগুলো রাজনীতির বাইরে থেকে যে সকল ব্যক্তিদের দলে টেনে নিয়ে আসেন তাদের মধ্যে এমন ব্যক্তিও আছেন যারা কেউ কেউ স্কুলের গন্ডিও পার হতে পারেনি । কিন্তু তাদের অর্থ বিত্তের প্রভাবে রাজনৈতিক দলগুলো তাদের দলে নিতে আকৃষ্ট হয় । ইহাতে রাজনীতির গুনগত মান কি হয় তা সকলেই অবগত । শিক্ষকদের অর্থবিত্ত না থাকলেও সমাজে তাদের গ্রহন যোগ্যতা আছে তারা সন্ত্রাসী বা গডফাদার তৈরি করে না । তাই দেশের প্রয়োজনে মহান জাতীয় সংসদে ১০% আসন শিক্ষকদের জন্য সংরক্ষনের জোর দাবী জানান তিনি ।
তিনি আরও বলেন, শিক্ষক ও শিক্ষাকে বাঁচাতে হলে এখন বেসরকারী শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করণ ছাড়া আর কোন বিকল্প নাই । বেসরকারী শিক্ষক কর্মচারীদের জাতীয়করণ এখন সময়ের দাবী । দেশের প্রতিটি শিক্ষক কর্মচারীদের প্রানের দাবী চাকুরী জাতীয়করন । চাকুরী জাতীয়করণ, ফরিদপুরে শিক্ষক সমাবেশে পুলিশী বাঁধার দৃষ্টান্তমূলক শাস্তি, ৫% বর্ধিত বেতন, বকেয়া বৈশাখী ভাতা প্রদান, রাজনৈতিক হয়রানী
বন্ধ, পুর্ণাঙ্গ উৎসব ভাতা, নন এমপিও ভুক্ত শিক্ষকদের এমপিও ভুক্ত করণ সহ সকল দাবী ৩০ সেপ্টেম্বর এর মধ্যে পূরনের জন্য তিনি সরকারের কাছে আবেদন করেন । দাবী পুরন না হলে আগামী ৫ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে কঠোর কর্মসূচী দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, মাওলানা মোঃ দেলোয়ার হোসেন, অধ্যাপক মোঃ আলমগীর হোসেন, অধ্যক্ষ আব্দুল হাকিম, অধ্যাপক রকিব উদ্দিন, কাজী মাঈনুদ্দিন আহমেদ প্রমুখ ।