জিপি নিউজঃ ভারত থেকে বিজেপিকে উৎখাত করার চ্যালেঞ্জ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কলকাতায় দলীয় এক বিশাল জনসমাবেশে তিনি ওই ডাক দেন।
প্রত্যেক বছর ২১ জুলাই তৃণমূলের পক্ষ থেকে শহীদ দিবস পালন উপলক্ষে কলকাতায় বড় সমাবেশ করা হয়। সেই কর্মসূচিকে মাথায় রেখে মমতা এদিন দলীয় নেতা-কর্মীদের আগামীদিনের পথনির্দেশনা দেয়ার পাশাপাশি কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে ‘যুদ্ধংদেহী’ মনোভাব প্রকাশ করেছেন।
মমতা বলেন, ‘৯ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত ‘বিজেপি, ভারত ছাড়ো’ আন্দোলন কর্মসূচি পালন করা হবে। ২০১৯ সালে ‘বড়দা’কে বিদায় নিতে হবে। দেশে জরুরি অবস্থার থেকেও ভয়ানক অবস্থা দেখা দিয়েছে। দুর্নীতিকে ভুলিয়ে দেয়ার জন্য দাঙ্গা বাধাচ্ছে।’
মমতা বলেন, ‘বিমুদ্রাকরণের ফলে কর্মসংস্থান কমেছে। সারা দেশে ১২ হাজার কৃষক আত্মহত্যা করেছেন। অর্থনীতিতে ধস নেমেছে। বিমুদ্রাকরণের নামে বিজেপি কোটি কোটি টাকার দুর্নীতি করেছে।’
তিনি বলেন, ‘সারদা-নারদা (দুর্নীতি) প্রসঙ্গ তুলে তৃণমূলকে ভয় দেখানো যাবে না। বাংলাকে রোখা যাবে না।’
তিনি বিজেপি শাসিত রাজ্য ও অন্যত্র ব্যাপক দুর্নীতি হলেও সেসব রাজ্যে কেন্দ্রীয় তদন্ত সংস্থা তদন্ত করে না বলে অভিযোগ করেছেন।
মমতা বলেন, ‘চোরের মায়ের বড় গলা? কর্নাটকে রেড্ডি ভাইদের দুর্নীতি, মধ্যপ্রদেশে ব্যাপম দুর্নীতি, গুজরাটে পেট্রোলিয়াম কেলেঙ্কারি এরকম অনেক উদাহরণ রয়েছে। কিন্তু এসব জায়গায় কোথায় সিবিআই, কোথায় ইডি? অথচ রাজ্যের বিরুদ্ধে অভিযোগ উঠলেই কেন্দ্রীয় সংস্থাগুলোকে নামানো হচ্ছে।’
দেশে কথিত ‘গো-রক্ষক’দের অত্যাচার নিয়েও সোচ্চার হয়েছেন মমতা। তিনি বলেন, গো-রক্ষকের নামে ‘গো-রাক্ষস’ তৈরি হয়েছে।
তিনি বলেন, ‘কয়েকটা গুণ্ডা মিলে দেশ চালাচ্ছে। আমরা ওদের চাকরবাকর নই! আমরা গণতন্ত্রের মধ্য দিয়ে জিতে এসেছি। এটা বোঝা উচিত দিল্লির।’
মমতা বলেন, সারদা-নারদা (দুর্নীতি) নিয়ে মামলা চলছে। এতদিনেও তা কেন শেষ হচ্ছে না? তিনি এ ব্যাপারে হাজার হাজার কোটি টাকার পাল্টা মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন। মানুষের সম্মান নিয়ে খেলা হলে তারা পিছিয়ে যাবেন না বলেও জানিয়ে দিয়েছেন।
কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, গোটা দেশে বিরোধী শক্তি জোট বাঁধছে। মোদীবাবু মনে রাখবেন, অঙ্ক এত সহজ নয়! যারা ভাবছেন ২০১৯ পকেটে ভরে রেখেছেন, তারা মাথায় রাখবেন, পকেটটা ফুটো হয়ে যাবে।
তিনি বিজেপিকে ‘বোল্ড আউট’ করাসহ ‘করেঙ্গে ইয়ে মরেঙ্গে’- হয় করব, না হয় মরব বলে ঘোষণা দিয়েছেন। যারাই বিজেপি বিরোধী আন্দোলন করবে তাদেরকে সমর্থন জানানো হবে বলে মমতা বলেন।
তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, ‘বাংলাকে আপনারা সিপিএমের হাত থেকে মুক্ত করেছেন, তাহলে আপনারা ভারতকে ওই ‘দাঙ্গাবাজ’দের হাত থেকে মুক্ত করতে পারবেন না? বলুন, পারবেন না?’ মমতার ওই আহ্বানে লক্ষাধিক মানুষ সম্মতিসূচক সায় দিয়ে সোচ্চার হয়ে ওঠেন।
মমতা আরো বলেন, ‘বিজেপিকে ভারতবর্ষ থেকে রাজনৈতিকভাবে ধুলিস্যাৎ করবো এটা আমাদের চ্যালেঞ্জ, এটা আমাদের চ্যালেঞ্জ, এটা আমাদের চ্যালেঞ্জ।’ আগামীদিনে বাংলাই গোটা ভারতকে পথ দেখাবে বলে তিনি মন্তব্য করেন।