জিপি নিউজঃ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিশেষ সহকারী সাবেক ছাএনেতা মিয়া মোঃ নুর উদ্দিন অপুর মাতা আমেনা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
বৃহস্পতিবার দুপুরে এক শোক বার্তায় বলেন, দীর্ঘদিনের সহকর্মী অপুর মায়ের মৃত্যুতে বিএনপি পরিবারের মত আমরা গোটা যুবদল পরিবারও শোকাহত। নেতৃদ্বয় শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমার মাগফিরাত ও জান্নাত কামনা করেন।
উল্লেখ্য, শুক্রবার রাত ১০ টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমেনা বেগম মারা যান। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ৬ কন্যা রেখে গেছেন। মরহুমার প্রথম নামাজে জানাজা শনিবার রাত ১২টা ৩০ মিনিটে ইউনাইটেড হাসপাতালের সামনে এবং রবিবার বাদ জোহর তার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার কোদালপুর গ্রামে অনুষ্ঠিত হবে। অতঃপর পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হবে।