জিপি নিউজঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের অধীনে যথাসময়ে আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, ‘আগামী সাধারণ নির্বাচনে দেশবাসী আওয়ামী লীগকে বিজয়ী দেখতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যথাসময়ে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের কারণেই দেশ ইতোমধ্যেই উন্নয়নের মহাসড়কে পৌঁছেছে।’
শহরের কবি জসীম উদদীন হলে শুক্রবার বিকেলে বিধবা, বয়স্ক এবং শারীরিক প্রতিবন্ধীদের মাঝে ভাতা বিতরণকালে মন্ত্রী এ কথা বলেন। সমাজকল্যাণ বিভাগ, ফরিদপুর এ অনুষ্ঠানের আয়োজন করে।
মোশাররফ বলেন, ‘বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া একজন দুর্নীতিগ্রস্ত নেতা। তিনি জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাৎ করেছেন। এখন তিনি বিভিন্ন দুর্নীতির অভিযোগ এড়াতে বাংলাদেশ থেকে পালিয়েছেন। তার ছেলে তারেক রহমানও অভিযুক্ত ব্যক্তি এবং তিনিও বিদেশে লুকিয়ে আছেন।’
জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে ফরিদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, সমাজকল্যাণ বিভাগের উপ-পরিচালক এ এস এম আলী আহসান, উপজেলা সমাজকল্যাণ কর্মকর্তা মতিউর রহমান বক্তব্য রাখেন।
পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা এবং জেলা আওয়ামী লীগ সভাপতি সুবল চন্দ্র সাহা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।
সুত্র- বাসস