জিপি নিউজঃ স্বৈরাচারের দোসর পলাতক মেয়র তাপসের প্রতিহিংসার স্বীকার রাজধানীর সিটি প্লাজা, নগর প্লাজা ও জাকের মার্কেটের বেজমেন্টের প্রায় ৫০০ এর বেশী ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের আগামী রমজান মাসের আগেই তাদের ব্যবসা প্রতিষ্ঠান তৈরির অনুমোদন ও চালু করার জন্য প্রধান উপদেষ্টা ও ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের প্রশাসনের প্রতি দাবি জানান বেজমেন্টের ব্যবসায়ী সমিতির সভাপতি কে এম সোহেল।
আজ দুপুরে রাজধানীর গুলিস্থান এলাকায় অবস্থিত সিটি প্লাজা মার্কেটের বেজমেন্টে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবু আহাদ ও মো আমির হোসেনসহ বেশ কয়েকজন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী।
সোহেল বলেন, ১৯৯৭ সাল থেকে বেজমেন্টের ব্যবসায়ীরা তাদের সহায় সম্পদ বিক্রি করে সিটি কর্পোরেশনের কাছ থেকে অর্থ দিয়ে নিয়মতান্ত্রিকভাবেই দোকান বরাদ্দ নিয়ে তারা সততার সহিত ব্যবসা করে আসছিল। এখানকার ব্যবসার আয় দিয়েই তারা তাদের সংসারের খরচ যোগাত। কিন্তু ২০২০ সালে তাদের উপর নেমে আসে অত্যাচারের খড়গ। বিনা কারনে, বিনা নোটিশে তৎকালীন মেয়র নামধারি মহা দুর্নীতিবাজ তাপস ও তার সাঙ্গোপাঙ্গরা তাদের সমস্ত দোকান ভেঙ্গে গুড়িয়ে দেয় এমনকি তাদের মালসামানাও লুটপাট করে নিয়ে যায়। ফলে সেসময় ব্যবসায়ীরা রাতারাতি বেকারগ্রস্থ ও অর্থহীন হয়ে পড়েন। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা সেসময় প্রতিবাদ করতে গেলে তাদের উপর নেমে আসে পুলিশ ও তাপসের সিন্ডিকেট এবং গুন্ডাদের হামলা ও অমানুষিক নির্যাতন । পুলিশ ও সন্ত্রাসীদের হামলায় তাদের বেশ কয়েকজন ব্যবসায়ী নিহত ও শাতাধিকেরও বেশী আহত হন।
সোহেল আরও বলেন, শুধুমাত্র সাবেক মেয়র সাঈদ খোকন ও তাপসের মধ্যে বৈরিতার কারনে আর ক্ষমতার দাপটে ফজলে নূর তাপস তাদের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে তাদেরকে বেকারগ্রস্থ করে তোলে। তারা পলাতক মেয়র তাপসকে দ্রুত গ্রেফতার করে তার বিচার দাবি করেন এবং তাপসের সম্পদ বিক্রি করে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান।
ব্যবসায়ী সমিতির এই নেতা বলেন, তারা ইতিমধ্যেই নগর প্লাজা, সিটি প্লাজা ও জাকের সুপার মার্কেটের বেজমেন্টে দোকান গড়ে তোলার জন্য হাইকোর্ট থেকে একটি আদেশ পেয়েছেন যা তারা নগর ভবনের প্রশাসন ও সরকারের বিভিন্ন মন্ত্রনালয়ে জমা দিলেও এখনও পর্যন্ত তারা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার কোন অনুমতি না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে আগামী রমজান মাসের আগেই যাতে তারা ব্যবসা চালু করতে পারে এজন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস ও সিটি কর্পোরেশনের প্রশাসনের প্রতি জোর দাবি করেন অন্যথায় তারা রাজপথে আন্দোলনেরও হুঁশিয়ারি দেন।
গিয়াস/জিপিনিউজ২৪